
ধোনির দলে পর পর চোটে রীতিমতো সমস্যায় টিম ম্যানেজমেন্ট। একজন পরিবর্তর নাম ঘোষণা হচ্ছে আর তখনই আর একজন চলে যাচ্ছে চোটের কবলে। এমন অবস্থায় হর্ষ ভোগলের পুণের জন্য জোড়া উপদেশ। তিনি টুইট করে বলেন জনসন চার্ল আর মাহমুদুল্লাহকে দলে নিতে পারে পুণে। টপ অর্ডারে যেমন হাত খুলে ব্যাট করতে পারেন জনসন, তেমনই ফিনিশার বলে খ্যাত মাহমুদুল্লাহ। দু’জনে পুণের মতো দলকে ভরসা দিতে পারবে বলেই মনে করেন ভোগলে।
No comments:
Post a Comment